বর্তমান সময়ে ঢালিউডের আলোচিত অভিনেত্রী তানহা মৌমাছি। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘যে গল্পে ভালোবাসা নেই’। এ পর্যন্ত তাঁর অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। কয়েক দিন আগে তানহা চুক্তিবদ্ধ হয়েছেন ‘দখল’ শিরোনামের একটি চলচ্চিত্রে। ছবিতে তিনি জুটি বাঁধবেন চিত্রনায়ক মারুফের সঙ্গে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন তানহা। পোশাকে ছড়িয়েছিলেন কালো জাদু। একনজরে দেখে নিন তানহার হাস্যোজ্জ্বল কিছু স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন