২০১৭ সালে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন মডেল ও উপস্থাপিকা বেনজীর ইশরাত আঁখি। এরপর উড়াল দেন লন্ডনে। সেখানেই পেতেছেন সংসার। গত ফেব্রুয়ারিতে দুই বছর পর দেশে ফেরেন তিনি। অবশ্য গতকাল রোববারই লন্ডনে উড়াল দিয়েছেন। মাঝে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন বেনজীর। বলেন, যত দিন বেঁচে থাকবেন, ক্যামেরার সামনে থাকতে চান। তিনি এখন ইউটিউব নিয়ে ব্যস্ত আছেন। যেসব ভক্ত তাঁকে মিস করেন, তাঁরা যেন ইউটিউব চ্যানেলে ঢুঁ মারেন। একনজরে দেখে নিন এ তারকার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন