মামলা অগ্রাহ্য করে ভূমি দখলের অভিযোগ
আদালতে মামলা থাকার পরও বিরোধপূর্ণ জমি দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছে পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি পরিবার।
উপজেলার বাড়ৈখালীর নলবুনিয়া গ্রামের মৃত মো. নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম ও মেয়ে সুমনা ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাবে পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রেজাউল ইসলাম অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মাদ্রাসার নাম করে তাঁদের পৈতৃক ১৯ শতক জমি দখল করে রেখেছে। এ নিয়ে তাঁরা পিরোজপুর সহকারী জজ আদালতে মামলা করেন। কিন্তু আদালতে মামলা থাকার পরও ১১ আগস্ট ওই জায়গায় ভবন নির্মাণ করতে গেলে পরিবারের লোকজন বাধা দেয়।
এর পর থেকে মহলটি পরিবারের নামে নানা মিথ্যা ও বানোয়াট কথা প্রচার করে এবং হয়রানি করার জন্য মামলা করে বলে অভিযোগ করেন রেজাউল।