শাবিতে আন্দোলন বন্ধ রাখার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে সৃষ্ট পরিস্থিতির অবসান ঘটিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। চিঠিতে আন্দোলন বন্ধ রেখে নিয়মিত ক্লাস পরিচালনায় মনোযোগী হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে সব ধরনের আন্দোলন বন্ধ রেখে নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষকদের অভিযোগ সম্পর্কে উপাচার্যের সচেতনতা, শিক্ষকদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষকে জানানো এবং সমাধানের চেষ্টা করা, ভর্তি পরীক্ষা সবার সহযোগিতায় সম্পন্ন করা, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সব নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে কিন্তু কোনো নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবে না, ছাত্রীদের হলের নিয়মিত তদারকি করা, সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় কার্যক্রম পরিচালনা, বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা ও আন্তরিকতা থাকবে বলে প্রত্যাশা করে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাজীবন এবং শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে সচেতন থাকবে। সেই সঙ্গে মন্ত্রণালয় আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
উপাচার্য আমিনুল হকের বিরুদ্ধে ‘অসদাচরণ, দুর্নীতি ও নানা অনিয়মের’ অভিযোগ এনে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন শুরু করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম।