মালয়েশিয়ায় করোনা নিয়ে নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানা
মালয়েশিয়া সরকারের গেজেটে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে যাঁরা ‘মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের’ (চলাচল নিয়ন্ত্রণ আদেশ) নির্দেশনা মানবেন না, তাঁদের এক হাজার রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকার বেশি জরিমানা কিংবা ছয় মাসের বেশি জেল অথবা উভয় সাজা হতে পারে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক ডা. আধাম বাবার উপস্থিতিতে গতকাল বুধবার ‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ২০২০’ শীর্ষক আলোচনায় প্রকাশিত গেজেটে আরো বলা হয়েছে, যদি কোনো সংস্থা, কোনো পরিচালক, কোনো সচিব বা এ পর্যায়ের ক্ষমতার যেকোনো ব্যক্তির দেহ থেকে করোনা ছড়ায়, তাহলে উল্লেখিত জরিমানা করা হবে।
গেজেটে আরো উল্লেখ করা হয়, কেউ যদি এমন অপরাধ না করে থাকে, তাহলে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি সজ্ঞানে ওই অপরাধ করেননি এবং এ ধরনের অপরাধ এড়াতে সব প্রচেষ্টা ও পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকবেন।