হংকংয়ে করোনায় আক্রান্ত হচ্ছে পোষা কুকুর
হংকংয়ে আরো একটি পোষা কুকুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে ওই কুকুরের পালকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হংকং সরকারের বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস আজ শুক্রবার এ খবর জানিয়েছে।
হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ জানিয়েছে, জার্মান শেফার্ড ওই কুকুরটিসহ তাঁর পালক হংকংয়ের পোক ফু লাম এলাকায় থাকেন। করোনায় আক্রান্ত হওয়ার পর ওই কুকুরটিকে কোয়ারেন্টিনে রাখা হয়। এ ছাড়া ওই একই এলাকার আরো একটি কুকুরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা গেছে, কোয়ারেন্টিনে থাকা অন্য কুকুরটির ক্ষেত্রে করোনাভাইরাসের কোনো লক্ষণ ও উপসর্গ দেখা যাচ্ছে না। তবে কোয়ারেন্টিনে থাকা দুটি কুকুরকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বারবার পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ করোনায় আক্রান্ত ওই কুকুরের পালককে বিভিন্ন পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে, পোষা প্রাণীর সংস্পর্শে আসার পর, তাদের স্পর্শ করার পর, তাদের খাবার খাওয়ানোর পর ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে। এ ছাড়া পোষা প্রাণীকে চুম্বন করা থেকেও বিরত থাকার কথা উল্লেখ করা হয়।
এর আগে হংকংয়ে ১৭ বছর বয়সী একটি পোষা কুকুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে সন্দেহ করা হয়। করোনায় আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টিনে রাখার পর ওই কুকুরটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এর দুদিন পরই কুকুরটি মারা যায়। ওই কুকুরের পালক ময়নাতদন্তে অস্বীকৃতি জানালে কুকুরটির মৃত্যুর কারণ জানা যায়নি। এদিকে কুকুরটির পালক করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
হংকংয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ১৯৩ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৮ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৭২২ জন বলে জানা গেছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৫৪ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।