করোনা আতঙ্কে শ্রীলঙ্কায় কারফিউ জারি, নির্বাচন স্থগিত
যেসব দেশে করোনাভাইরাস ছড়িয়েছে সে তালিকায় শ্রীলঙ্কার নামও রয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আগামী মাসে হতে যাওয়া সংসদীয় নির্বাচন স্থগিত করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন।
শুধু তাই নয়, করোনার কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউও জারি করেছে দ্বীপরাষ্ট্রটি, খবর বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শ্রীলঙ্কায় গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার অত্যন্ত বেশি হওয়ায় দেশটির নির্বাচন কমিশনার আসন্ন এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন।
দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় গত তিন দিনে করোনা আক্রান্তের সংখ্যা দুই গুণ বেড়েছে। দেশটিতে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ জন।