বুরকিনা ফাসোর চার মন্ত্রী করোনায় আক্রান্ত
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর চার মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এ খবর জানিয়েছে।
সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র, খনিজ, শিক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
বুরকিনা ফাসোর পররাষ্ট্রবিষয়কমন্ত্রী আলফা ব্যারি এক টুইটবার্তায় বলেন, ‘শেষ পর্যন্ত গুঞ্জনই বাস্তবে পরিণত হলো। আমাকে জানানো হয়েছে, আমি কোভিড-১৯-এ আক্রান্ত।’
এ ছাড়া খনিজসম্পদমন্ত্রী ওমারো ইদানি, শিক্ষামন্ত্রী স্টেনিসলাস ওরাও ও স্বরাষ্ট্রমন্ত্রী সিমিয়ন সাওয়াদোগো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের আক্রান্তের খবর জানিয়েছেন।
এদিকে বুরকিনা ফাসোতে ইতালির রাষ্ট্রদূত আন্দ্রে রোমুসিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এরই মধ্যে সীমান্ত বন্ধসহ ৫০ জনের বেশি মানুষের জমায়েত বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লাখ ১০ হাজার ৭৮৪ জনে পৌঁছেছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ১৪৫ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।