শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান উপেক্ষা শাবি শিক্ষকদের
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকদের একাংশ। আন্দোলনকারী শিক্ষকরা আজ মঙ্গলবারও উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদ’-এর শিক্ষকরা আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে আন্দোলনকারী শিক্ষকদের ‘আন্দোলন বন্ধ করা’সহ বেশ কিছু নির্দেশনা দেওয়ার পরও পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে শিক্ষকদের একাংশ। আন্দোলনের অংশ হিসেবে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাঁদের মধ্যে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালও ছিলেন।