সিমেন্টবাহী ট্রাক উল্টে নিহত বেড়ে ৬
টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শটিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে আবদুল্লাহ দীপক (৩৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেড়ুঞ্জ গ্রামের মৃত কাদেরের ছেলে মো. আলেক (৪৫), একই এলাকার আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. সমতুল্লার ছেলে মো. জুলহাস আলী (৫০)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক আজ ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ওপরে যাত্রী হিসেবে থাকা পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন ১১ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ওই ট্রাকে উঠেছিলেন। হতাহতরা দিনমজুর ও শ্রমিক বলে জানায় এলাকাবাসী।