মালয়েশিয়া প্রবাসীদের জন্য স্বাস্থ্যবিষয়ক জরুরি হেল্প ডেস্ক
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের করোনাভাইরাসজনিত অসুস্থতায় স্বাস্থ্যবিষয়ক জরুরি পরামর্শ প্রদানের জন্য একটি সাময়িক পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে।
১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই সেবা চালু থাকবে। পরামর্শ প্রদান করবেন বাংলাদেশি চিকিৎসকরা। আগ্রহী বাংলাদেশিদের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী টেলিফোনের মাধ্যমে যোগাযোগের জন্য অবহিত করা যাচ্ছে।
তা ছাড়া ক্লিনিক এন কেয়ার ডিজিটাল স্বাস্থ্যসেবা সব ইমিগ্র্যান্ট নাগরিকদের চিকিৎসাবিষয়ক ফ্রি পরামর্শ দিতে সম্মত হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনে এই সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
সমন্বয়ক
প্রফেসর ডা. মুহাম্মদ আবুল বাশার
চিকিৎসকদের নাম ও মোবাইল নম্বর নিচে দেওয়া হলো :
স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ১১টা পর্যন্ত
১. অধ্যাপক ডা. এমএ বাশার, বুধবার, ০১৮৭৭৭৬৮৯০
২. অধ্যাপক ডা. এমএ রশিদ, বুধবার, ০১১২৩১৮৩১০৮
৩. ডা. কোহিনুর পারভিন, বৃহস্পতিবার, ০১১২৬১৬৪৪২০
৪. ডা. রাবেয়া ইউসুফ, বৃহস্পতিবার, ০১৯৩৪২০৬৩৪
৫. ডা. মুশতাহিদ সালাম, শুক্রবার, ০১৩২৭১৫৭৯১
৬. ডা. মো. সাইফুল ইসলাম পারভেজ, শুক্রবার, ০১২৭৮২২৬৪৮
৭. ডা. তাহমিনা আক্তার মুনিয়া, শনিবার, ০১২৭৮২২৩০০
৮. সহযোগী অধ্যাপক ডা. এমএ সালাম, শনিবার, ০১৯৯০৬১৭২৪
৯. ডা. সামির পাল, রোববার, ০১৭৩৮২৮০৬৪
১০. সহযোগী অধ্যাপক ডা. এটিএম ইমদাদুল হক, রোববার, ০১৬৫৬৩৩২০৫
১১. ডা. নাফিজ, ০১১১০৬৯৬৩৫৮
১২. অধ্যাপক ডা. জি কিবরিয়া, সোমবার, ০১৪৭৩৪২৪৭৯
১৩. সহযোগী অধ্যাপক ডা. কবির, সোমবার, ০১৬৪০৬৯৮৭৮
১৪. ডা. লুবনা শিরীন, মঙ্গলবার, ০১৬৪০৬৯৫০৮
১৫. ডা. শাকের উদ্দিন, মঙ্গলবার, ০১৭২৮৫৭২৯৯
১৬. ডা. হালিমা সাদিয়া হাকিম, রোববার, ০১৮৩৫০৫১০৯
১৭. www.clickncare.net (register by message) প্রতিদিন, +৬০১১১২২৩৬১৫১