খাগড়াছড়ির দুস্থদের পাশে দাঁড়ালেন সাংসদ বাসন্তী চাকমা
করোনাভাইরাস পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুই ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা। তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগ এ ত্রাণ বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদাম এলাকার দুটি স্থানে ও মেরুং ইউনিয়নের রসিক নগর ও গোপাল মেম্বারপাড়ায় দেড়শ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু।
এ সময় বাসন্তী চাকমা বলেন, বর্তমান এই দুর্যোগের সময়ে সামান্য হলেও অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য করায় তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ত্রাণ নিতে আসা লোকদের কাছে প্রধানমন্ত্রীসহ সবার জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় ভবিষ্যতে তিনি জনগণের পাশে থাকবেন বলে উপস্থিত লোকদের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী ইতালী চাকমা।
এর আগে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা হামে আক্তান্ত রোগীদের দেখতে দীঘিনালা স্বাস্থ্য কমপ্রেক্সে যান বাসন্তী চাকমা। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারের মাধ্যমে ভর্তি থাকা রোগীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেন।