‘উত্তর কোরিয়ায় একজনও করোনায় আক্রান্ত হয়নি’
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৫০০ জনের। করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র উত্তর কোরিয়ায়।
কিম জং উনের উত্তর কোরিয়া দাবি করছে, দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসের শঙ্কা থেকে সম্পূর্ণ মুক্ত। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আলজাজিরা।
পারমাণবিক শক্তিধর দেশটিতে জানুয়ারি থেকে লকডাউন জারি আছে। চীনে আক্রান্তের খবর জানার সময় থেকেই তারা কঠোর নিয়ম মেনে চলছে।
উত্তর কোরিয়ার সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যান্টি এপিডিমিকের প্রধান পাক মুংগ সু বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা সম্পূর্ণ সফল হয়েছে। আমাদের দেশে একজন মানুষও করোনায় আক্রান্ত নয়।’
পাক মুংগ সু আরো বলেন, ‘আমরা দেশে প্রবেশকারী সবার ওপর নজর রেখেছি; কোয়ারেন্টিন, বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ, পণ্য জীবাণুমুক্ত করা থেকে শুরু করে স্থল ও সমুদ্রসীমাও বন্ধ করে রেখেছিলাম।’