ঘাটাইলে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার কলেজ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কলেজ মিয়া উপজেলার আনেহলা এলাকার পাটিতাকান্দি গ্রামের বাসিন্দা।
আনেহলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, কলেজ মিয়া ১০ থেকে ১২ দিন আগে তাবলিগ জামাত থেকে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে তিনি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে আজ সকালে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, ‘পাটিতাকান্দি গ্রামের এক বৃদ্ধ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমাদের জানিয়েছেন আনেহলা ইউপি চেয়ারম্যান। পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি। ওই নমুনা ঢাকায় পাঠানো হবে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না যে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম ওই বৃদ্ধের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। এ ছাড়া ওই বৃদ্ধের বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।