আইসিইউতে করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বিতীয় রাত
করোনাভাইরাসের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা দ্বিতীয় রাত পার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণের’ জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে রাখা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বরিস জনসনের মুখপাত্র গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব জনসনকে ‘যোদ্ধা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, তাঁর বিশ্বাস প্রধানমন্ত্রী এ অসুস্থতা থেকে সেরে উঠবেন।
করোনা নিয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে ডমিনিক বলেন, কোনোরকম কৃত্রিম সহযোগিতা ছাড়াই নিশ্বাস নিচ্ছেন জনসন।
করোনাভাইরাসের উপসর্গ কমার লক্ষণ না দেখা দিলে গত রোববার ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার বিকেলে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তারপর তাঁকে আইসিউতে নিয়ে যাওয়া হয়। ১১ দিন আগে বরিস জনসনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তিনি ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে ছিলেন।