যুদ্ধ কিংবা মহামারি, যে দেশে কখনোই নির্বাচন থামেনি
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় হচ্ছে জাতীয় অ্যাসেম্বলি (সংসদ) নির্বাচন। নির্বাচনী কেন্দ্রে উপস্থিত সবার এক মিটার দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ভোট দিতে আগতদের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। হাতে দেওয়া হয়েছে জীবাণুনাশক ও গ্লাভস। এর পরই একজন ব্যক্তি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংসদ নির্বাচনকে ২০২২ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের যাচাই করে নেওয়া এবং দলের জনপ্রিয়তা কতটু্কু তা বোঝার মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে প্রায় চার কোটির বেশি ভোটার রয়েছেন।
উল্লেখযোগ্য একটি বিষয় হলো, দক্ষিণ কোরিয়ায় কখনোই নির্বাচন বাতিল হয়নি। এমনকি ১৯৫২ সালে যখন কোরিয়ান যুদ্ধ চলছিল, তার মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচন।