করোনার প্রাদুর্ভাব ‘নিয়ন্ত্রণে এনেছে’ জার্মানি
মাসজুড়ে লকডাউনের ফলে জার্মানিতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটি স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।
জেনস স্পাহন জানান, জার্মানিতে গত ১২ এপ্রিলের পর থেকে নতুন করে করোনায় আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে জার্মানির পরীক্ষাগারগুলোর কার্যক্রম আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসা কুড়িয়েছে। এপ্রিলের শুরু থেকে করোনা শনাক্তের জন্য প্রতিদিন এক লাখের বেশি টেস্ট করছে দেশটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জার্মানিতে চার হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। যেটি ইতালি, স্পেন ও ফ্রান্সের চেয়ে অনেক কম। যদিও জার্মানিতে মৃতের সংখ্যা বাড়ছেই। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৪৪৮ জনে।
এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের হার দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।
এদিকে, লকডাউনে জার্মানির বিভিন্ন অঞ্চলের বিধি-নিষেধ বিভিন্ন রকম করা হয়। এর মধ্যে বাভারিয়া ও সরল্যান্ডে সবচেয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এরই মধ্যে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বিধি-নিষেধ শিথিল করার জন্য পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে ছোট ছোট দোকানপাট খোলা হবে। এ ছাড়া মে মাসের শুরুর দিকে স্কুলগুলো খুলতে শুরু করবে। তবে এ ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হবে। এর মধ্যে খেলাধুলার আয়োজন, ক্যাফে ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ২৪৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। এ ছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন।