শেয়ারবাজারে আসবে এফএমসি ডকইয়ার্ড
শেয়ারবাজারে আসবে জাহাজশিল্প নির্মাণ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড। প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য এরই মধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিবির বোর্ডরুমে চুক্তি সই অনুষ্ঠানে এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন চৌধুরী এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মিজানুর রহমান চুক্তিতে সই করেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটি (এফএমসি ডকইয়ার্ড) জাহাজের পাশাপাশি ড্রেজার, অয়েল ট্যাংকার, ফিশিং ট্রলার, বার্জ, পন্টুন, গবেষণা জাহাজ ইত্যাদি নির্মাণ করছে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে সংগ্রহ করা টাকা দিয়ে বর্তমান ব্যবসাকে আরো সম্প্রসারণ ও নতুন সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মো. ইফতিখার-উজ-জামান, মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহম্মদ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান।