টাঙ্গাইলে যমুনা নদীতে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের লোকজন। তবে এখনো দুজন নিখোঁজ।
গতকাল শুক্রবার ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতুর কাছে নৌকাডুবির ঘটনা ঘটে। আজ সকাল থেকে উদ্ধার অভিযান নামে ফায়ার সার্ভিসের লোকজন। দুপুর ১২টার দিকে অলিভিয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করে তারা। তাঁর বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, গতকাল নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হয়। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।