পিরোজপুরের ইউপি চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চানের বরখাস্ত আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চানের বিরুদ্ধে এ বছরের জানুয়ারি মাসে পিরোজপুর সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিলে গত ৬ এপ্রিল পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গৃহীত হয়। সে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪ উপধারা (১) অনুযায়ী গত ৫ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। এ বরখাস্তাদেশের বিরুদ্ধে হাইকোর্টের একটি বেঞ্চে স্থগিতাদেশ চেয়ে গতকাল রোববার আবেদন করেন সরদার কামরুজ্জামান চান। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।
কামরুজ্জামান চানের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।