খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ দুজন নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্য বানছড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বাবু চাকমা ও বাবুছড়া এলাকার সুদীপ চাকমা।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করছে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, দীঘিনালার বাবুছড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকারীদের ওপর হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা করতে পারে।