খাগড়াছড়ির প্রথম করোনা রোগী নারায়ণগঞ্জ-ফেরত
করোনা সংক্রমণের ৫২তম দিনে খাগড়াছড়ি জেলায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি দীঘিনালা উপজেলায়। বয়স ৩৫ বছর।
আজ বুধবার বিকেল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার সিভিলসার্জন নূপুর কান্তি দাশ। তিনি জানান, ‘আমরা আর ভালো নেই। খাগড়াছড়ি সংক্রমিত জেলার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সবাইকে সতর্ক হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার বলেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তি পোশাক শ্রমিক এবং তিনি নারায়ণগঞ্জ ফেরত। গত ১৮ এপ্রিল থেকে ওই ব্যক্তি দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। ওই বিদ্যালয় ভবনে ১০ জন অবস্থান করছিলেন এবং পাশের ভবনে ৪৫ জন অবস্থান করছিল।’
গত ২২ এপ্রিল স্বাস্থ্য বিভাগ ওই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশান ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হলে পরীক্ষায় করোনায় পজেটিভ আসে বলে জানান চিকিৎসক তনয় তালুকদার।
খাগড়াছড়ি জেলায় বহিরাগতদের প্রবেশ পথে স্থাপিত দুটি চেকিং পয়েন্ট ও নিবন্ধনকেন্দ্রে ওই শ্রমিক নারায়ণগঞ্জের তথ্য গোপন করে কুমিল্লায় কাজ করতেন বলে জানিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেকিং পয়েন্টে দায়িত্বপালনকারী স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল একটি সূত্র।
করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্র পরিদর্শন করেন।
শনাক্তকৃত ব্যক্তি নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে বলেন, ‘আমার হাঁচি-কাশি বা জ্বরসহ কোনো উপসর্গ নেই।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ উল্ল্যাহ বলেন, ‘আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হবে। এখন থেকে এ বিদ্যালয়ের আশপাশে কেউ যেতে পারবে না এবং বিদ্যালয় থেকেও কেউ বের হতে পারবে না।’