গিনির প্রধানমন্ত্রী নুনো করোনায় আক্রান্ত
মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পশ্চিম আফ্রিকার ছোট দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম। শুধু তিনি একা নন তাঁর মন্ত্রিসভার আরো তিন সদস্যও একইসঙ্গে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন মঙ্গলবার পরীক্ষার ফলে তা নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী নুনো তাঁর বাকি তিন মন্ত্রীকে নিয়ে দেশটির রাজধানী শহর বিসাউয়েল একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন।
উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করানো হলে স্থানীয় সময় মঙ্গলবার প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার আরো তিনজন সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে এক বিবৃতি দিয়ে জানায় আফ্রিকা এই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
পশ্চিম আফ্রিকার এই দেশটিকে মহামারি করোনার সংক্রমণ এখনো তেমন করে শুরু হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৭০-এর বেশি। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন।