ঠাকুরগাঁওয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় আয়েশা আকতার (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের গুয়াগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে যাত্রীবাহী একটি মিনিবাস আয়েশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বাসটি দ্রুত পীরগঞ্জ-বীরগঞ্জ সড়ক দিয়ে পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।