‘নোংরা’ চীনাদের জন্য সুইজারল্যান্ডে আলাদা ট্রেন
এর আগে ট্রেনে ট্রেনে পোস্টার সেঁটে এশীয়দের টয়লেট ব্যবহার শিখিয়েছিল সুইজারল্যান্ড। এবার নাকি ‘নোংরা’ চীনা পর্যটকদের জন্য আলাদা ট্রেন সার্ভিস চালু করবে দেশটি। চীনা তথা এশীয়দের বিরুদ্ধে ট্রেনের কামরা, হোটেলের টয়লেট নোংরা করার অভিযোগ বহু আগে থেকেই করে আসছিল দেশটি। এ ছাড়া প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন স্থান ভ্রমণে গিয়ে চিৎকার, কোলাহলের অভিযোগও আছে চীনা পর্যটকদের বিরুদ্ধে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইজারল্যান্ডের রেল বিভাগের প্রধান ফিউরা জানান, বহুদিন ধরে চলে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সুইস রেল বিভাগ। শুধু স্থানীয়রাই নয়, অন্যান্য দেশের পর্যটকরাও বহুবার চীনের পর্যটকদের বিরুদ্ধে একই অভিযোগ জানিয়েছেন।
ফিউরা বলেন, এটি কারো প্রতি অসম্মান নয়, বরং ভিন্ন ধরনের দুই শ্রেণি ও মনের মানুষকে তাঁদের পছন্দমতো ভ্রমণ করতে দেওয়া। লাল চিহ্নিত ওই বিশেষ ট্রেনে করেই ‘কোলাহলপ্রিয়’ ভ্রমণকারীদের মাউন্ট রিগিসহ সে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানো হবে বলে জানান তিনি।
ফিউরা আরো বলেন, গত বছর ট্রেনগুলোর টয়লেটে লেখা হয়েছিল, ‘দয়া করে টয়লেটে বসুন, দাঁড়িয়ে মলত্যাগ করবেন না’, ‘হাত দিয়ে ফ্লাশ চালান, পা দিয়ে নয়’। কিন্তু এসব পরামর্শে কোনো ফল হয়নি; বরং কমোড ব্যবহারের নিয়ম না মেনে উদ্ভট নিয়মে টয়লেট ব্যবহার করতে গিয়ে কয়েকজন পর্যটক দুর্ঘটনারও শিকার হয়েছেন।