‘শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সংস্কৃতি অপরিহার্য’
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণভাবে ‘দায়িত্ব হস্তান্তর’ এবং ‘দায়িত্ব গ্রহণের’ সংস্কৃতি অপরিহার্য।
মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণের সংস্কৃতি অপরিহার্য। বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে প্রচলিত এই সুস্থধারার সংস্কৃতি জাতীয় রাজনীতিতে যুক্ত হলে দেশের গণতন্ত্র আরো বিকশিত হবে।
ইকবাল সোবহান চৌধুরী তাঁর ভাষণে আরো বলেন, মিথ্যাচারের ওপর ভিত্তি করে সাংবাদিকতা চলতে পারে না। সাংবাদিকতার স্বাধীনতা কাউকে মিথ্যাচারের মাধ্যমে আক্রমণের জন্য নয়। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে।
বক্তব্যের একপর্যায়ে ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, কোনো ছাত্রসংগঠন শিক্ষকদের ওপর আঘাত করবে, তা কখনো সমর্থনযোগ্য নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ আজ খবরমুখো। মানুষকে সঠিক খবর জানাতে হবে।
একই অনুষ্ঠানে বার্তা সংস্থা এপির ব্যুরোপ্রধান জুলহাস আলম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার সমালোচনা করে বলেন, এই ৫৭ ধারা কখনো মুক্তবুদ্ধি চর্চার সহায়ক হতে পারে না। তাই এটা বাতিল কিংবা সংশোধন করা আজ সময়ের দাবি।
পরে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, যাঁদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে, সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বিদায়ী সম্মাননা জানান অতিথিরা।
জাবিসাসের বিদায়ী সভাপতি জনি আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, জাবিসাসের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল প্রমুখ।