শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ৬ জন
শরীয়তপুরে নতুন করে আরো ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে। ডামুড্যার কনেশ্বরে তিনজন, সদরের চিতলিয়ায় দুজন ও নড়িয়া উপজেলায় একজন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ জন।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আব্দুর রশিদ আজ শনিবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগের আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছে। এ ছাড়া আক্রান্তদের একজন ঢাকার একটি হাসপাতালে ও দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি ৩০ জনকে নিজ নিজ বাড়িতে নিবিড় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।