দুইবার ভিন্ন ফলাফল, তৃতীয় দফায় নমুনা সংগ্রহ
খাগড়াছড়ির এক রোগীর করোনা পরীক্ষায় দুই দফায় ভিন্ন ফলাফল আসায় তৃতীয় দফায় পরীক্ষার জন্য আজ রোববার আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার দীঘিনালায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা নমুনা সংগ্রহ প্রথমবারে পজিটিভ ধরা পড়লেও দ্বিতীয় বারের নমুনায় ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তৃতীয় দফা পরীক্ষার জন্য আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল এক চাকমা (৩৫) ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলে ২৯ এপ্রিল তা পজিটিভ ধরা পড়ে। তবে কোনো উপসর্গ না থাকায় পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হওয়ায় পরের দিন ৩০ এপ্রিল পুনারায় নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হয়। আজ রোববার নমুনার ফলাফল নেগেটিভ আসে। করোনায় আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
জানা যায়, গত ১৭ এপ্রিল ওই ব্যক্তি নারায়ণগঞ্জের আদমজি থেকে স্ত্রীসহ রওনা দিয়ে ১৮ এপ্রিল দীঘিনালা এসে পৌঁছান। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে কামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। ওই বিদ্যালয়ের ভবনে তিনি স্ত্রীসহ ১০ জন অবস্থান করছিলেন। এছাড়া এ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনে আরো ৪৫ জন অবস্থান করছিলেন।
প্রথম দফার পরীক্ষায় পজিটিভ আসায় গত ১ মে স্থানীয় হোটেল ইউনিটিকে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করে ওই চাকমা ব্যক্তিকে আইসোলেশনে স্থানান্তর করা হয়। তবে তিনি প্রথম থেকেই নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করে আসছিলেন। তাঁর দাবি, হাঁচি, কাশি বা জ্বরসহ করোনার কোনো উপসর্গ তাঁর ছিল না।