বন্ডের অনুমোদন পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার বিএসইসির ৫৫৩তম সভায় এ বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
অনুমোদন অনুযায়ী পাঁচ বছর মেয়াদি বন্ডগুলো করপোরেট হাউজ, ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদধারী ব্যক্তিদের মধ্যে শুধু প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
আইডিএলসি ফাইনান্স সূত্রে জানা গেছে, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড চলতি প্রবৃদ্ধির কাজে ব্যয় করবে। আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ইনফ্রাসট্রাকচার অ্যান্ড এসএমই জিরো কুপন বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।