তিন সপ্তাহ ধরে কম্বোডিয়ায় নতুন করোনা রোগী নেই
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় তিন সপ্তাহ ধরে কোনো নতুন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী ধরা পড়েনি।
এখন পর্যন্ত কম্বোডিয়ায় ১২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১২০ জনই সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় কেউ মারা যায়নি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কম্বোডিয়ায় মোট ১২ হাজার ৩০৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। প্রতি ৭৫৭ জনের মধ্যে একজনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। যদিও কম্বোডিয়ার করোনা পরিস্থিতি বেশ ভালো, তবুও দেশটিতে স্কুল ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়নি এখনো।
কম্বোডিয়ার স্বাস্থ্যমন্ত্রী ম্যাম বানহেং বলেন, জনগণকে বাইরে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে। এ ছাড়া করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ এবং করোনায় প্রাণহানি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।