ভোলায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ১
ভোলার ইলিশা ফেরিঘাটসংলগ্ন মেঘনা নদীতে আটজন জেলে নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ আছেন একজন।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ভোলা সদর উপজেলার ইলিশা ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের ভোলা অংশে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
মো. জাহাঙ্গীর মাঝিসহ আটজন জেলে মাছ ধরে নদীর পাড়ে বসে জাল তুলছিলেন। এ সময় বিশাল আকৃতির একটি মাটির চাক ভেঙে ট্রলারের ওপর পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সাতজন উঠতে পারলেও জাহাঙ্গীর মাঝি উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি ওপরে টেনে তুললেও নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেননি।
এ ঘটনায় নদীর পাড়ে আহাজারি করছেন জাহাঙ্গীরের স্বজনরা। খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ জেলেকে।
এ ব্যাপারে ভোলার ইলিশা পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেছেন। তবে নিখোঁজ জাহাঙ্গীর মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।