গণতন্ত্র নির্বাসিত : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র নির্বাসিত। গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন চলছে।’ আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির মাস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ছিলেন ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশে জনগণের নিরাপত্তা নেই। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কারাগারে যেসব বিএনপি নেতা রয়েছেন, তাঁদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না। চিকিৎসা না দিয়ে নাসিরউদ্দিন পিন্টুকে হত্যা করা হয়েছে।’
ড্যাব আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন।