খাগড়াছড়িতে পুলিশ সদস্যসহ আরো ৩ জনের করোনা শনাক্ত
খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন চারজন। তবে জেলার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, গতকাল বুধবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তিনজন শনাক্তের তথ্য পাওয়া গেছে।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কান্তি ত্রিপুরা বলেছেন, ‘তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ৭ মে।’