মহালছড়িতে স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত
খাগড়াছড়ির মহালছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ছয়জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
এ ছাড়া একজনের শরীরে দ্বিতীয় দফা নমুনায়ও পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে পাঁচ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে এ পর্যন্ত জেলায় একজন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে চারজন জেলার মহালছড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী।