এসএসসি ও সমমানের ফল ৩১ মে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ মে প্রকাশিত হবে।
ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।