করোনা দুর্যোগে আইআইইউএমের পাশে বাংলাদেশি স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। এই ভাইরাস দিন দিন মানুষের জীবন করেছে বিপর্যস্ত। বেঁচে থাকার তাগিদে মানুষ আপ্রাণ চেষ্টা করছে। মানুষের বেঁচে থাকার জন্য মালয়েশিয়া সরকার লকডাউন করেছে। ফলে অন্য দেশের তুলনায় মালয়েশিয়া করোনা প্রভাব কমাতে সক্ষম হয়েছে।
মালয়েশিয়ার জনগণ অনেক সচেতন। সরকারের সব নিয়মকানুন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা চলাফেরা করছে। মালয়েশিয়াসহ অন্যান্য দেশে চলছে চিকিৎসকদের জীবন সুরক্ষা পোশাক পিপিইর সংকট। প্রতিটি দেশে এই পিপিই সংকট রয়েছে।
সিনার হারিয়ানের অর্থায়নে মালয়েশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরা পিপিই তৈরি করে এরই মধ্যে মালয়েশিয়ার সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করেছে। সিঙ্গাপুরেও রপ্তানি করেছে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএএম) বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিচ্ছে। সেইসঙ্গে তারা করোনা সচেতনতা নিয়েও কাজ করছে।
আইআইইউএমের বাংলাদেশি শিক্ষার্থী শেখ মেহেজাবিন বলেন, ‘বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি পড়াশোনার ফাঁকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। কোভিড নিয়ে কাজ করতে পেরে সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আর বাংলাদেশি ছাত্রছাত্রীদের এই ইউনিভার্সিটিতে বেশ ভালো সুনাম রয়েছে। আমাদের এই কার্যক্রম মাধ্যমে আমাদের সুনাম ধরে রাখতে চাই। আমরা কোভিড-১৯-এর বিষয়ে বাংলাদেশি ছাত্রছাত্রীদের ও সচেতন করার চেষ্টা করছি।’
যাঁরা স্বেচ্ছাসেবী বাংলাদেশি ছাত্রছাত্রী হিসেবে কাজ করছেন তাঁরা হলেন মিজানুর রহমান, ফুয়াদ, সাজ্জাত, জুবায়ের, সামি, মাসুম, মুহিবুল্লাসহ আরো অনেক শিক্ষার্থী।