বিসিবি বলল, শাহাদাতের ঘটনা দুঃখজনক
বাংলাদেশ ক্রিকেট দলের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠাকে দুঃখজনক বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। এমন ঘটনা কারো জন্যই কাম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, কোনো ক্রিকেটারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। এমন ঘটনা আমাদের কারো জন্যই কাম্য নয়।’
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গতকাল রোববার রাতে জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পর থেকে শাহাদাত ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এর পরিপ্রেক্ষিতে শিশু নির্যাতনের ঘটনার সঙ্গে কোনো ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ ওঠা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রধান নির্বাহী। তিনি বলেন, একজন ক্রিকেটারে বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা সত্যিই দুঃখজনক। এতে বিব্রত বোধ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘তাঁর বক্তব্য শোনার অপেক্ষায় আছি আমরা। রাজীবের সঙ্গে কথা বলতে পারলে বিষয়টা পুরোপুরি জানতে পারবো আমরা। সে এখনো বিসিবির সঙ্গে যোগাযোগ করেনি। থানা থেকেও কেউ যোগাযোগ করেনি।’ তিনি বলেন,
শুধু তাঁর জন্যই নয়, দেশের এবং দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এতে।
গতকাল রোববার শরীরে ও চোখে আঘাতের চিহ্নসহ ১১ বছর বয়সী হ্যাপিকে উদ্ধার করেন মিরপুরের স্থানীয় বাসিন্দারা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে। হ্যাপি জানিয়েছে, শাহাদাতের পরিবারের নির্যাতনের কারণে সে বাসা থেকে পালিয়েছে। গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
গতকাল রাতেই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা করেন।