লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান-চাপায় শিশু নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মো. পারভেজ হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু পারভেজ সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের বাসিন্দা খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সদর উপজেলার মজু চৌধুরীর হাটের সাইফিয়া দরবার শরীফ এলাকায় ফসলের মাঠ থেকে আখ কেটে রাস্তার পাশে রাখছিল শিশু পারভেজ। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান শিশু পারভেজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভ্যানটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।