আরব আমিরাতে করোনা সংকটে জরুরি কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত
করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত জরুরি কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব আমিরাতের মন্ত্রিসভায় আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আজ এক টুইটবার্তায় বলেন, ‘জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে বোনাসের জন্য আমরা একটি পদ্ধতি ও মানদণ্ডের অনুমোদন দিয়েছি। এমন সংকটপূর্ণ সময়ে এখনো যারা নিরলসভাবে চেষ্টা করছেন, আমাদের প্রয়োজন তাঁদের মূল্য দেওয়া।’
সংকটকালে সবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আরব আমিরাতের প্রধানমন্ত্রী।
এদিকে, আরব আমিরাতে এখন পর্যন্ত ৪১ হাজার ৯৯০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এ ছাড়া সুস্থ হয়েছে ২৬ হাজার ৭৬১ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।