সমাজকল্যাণমন্ত্রী আইসিইউ থেকে বেডে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বেডে নিয়ে আসা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রীর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন টেলিফোনে এনটিভি অনলাইনকে জানান, তাঁর বাবাকে লাইফ সাপোর্ট খুলে দিয়ে বেডে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। সমাজকল্যাণমন্ত্রীর জন্য দেশবাসীর দোয়া চান তাঁর মেয়ে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে’ নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় তাঁর নির্ধারিত সরকারি সফর শেষে ঢাকা ফেরেন সমাজকল্যাণমন্ত্রী। পরের দিন ৩ সেপ্টেম্বর ভোররাত ৪টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ বারডেম হাসপাতালে ভর্তি হন।
নিউমোনিয়ার পাশাপাশি পরের দিন সৈয়দ মহসিন আলী হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তাঁর কিডনি ও ফুসফুসের সমস্যা বাড়তে থাকে।
পরের দিন মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তাঁর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন সিঙ্গাপুরে রয়েছেন।
এদিকে সমাজকল্যাণমন্ত্রীর সুস্থতা কামনা করে এরই মধ্যে তাঁর নিজ জেলা মৌলভীবাজারে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া মন্দির, গির্জায় মন্ত্রীর রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়।
প্রতিদিন মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাড়িতে সৈয়দ মহসিন আলীর সর্বশেষ খবর জানার জন্য আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা ভিড় করছেন।