নরসিংদীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু, মোট আক্রান্ত ১০৮৭
নরসিংদীতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে এক শ্রমিকের (৪০) মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন।
সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন বলেছেন, 'জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আটজন। জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতাই জেলার করোনা পরিস্থিতিকে ক্রমে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। নরসিংদীতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৭ জন। শুধু সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছে ৭৪৩ জন। এ ছাড়া জেলা করোনা হাসপাতাল ও হোম আইসোলেশনে রয়েছে ৫৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৯২ জন।'
এদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী জেলার মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আংশিক আজ পাঁচ দিন ধরে 'রেড জোন' ঘোষণার মাধ্যমে জেলা প্রশাসন লকডাউন করে রেখেছে। ঘোষিত এলাকা দুটিতে জেলা প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি রয়েছে জেলা পুলিশের সার্বক্ষণিক প্রহরা। এসব এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থেকে যেমন কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না, তেমনি ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারছে না। জেলা প্রশাসন, পুলিশ বিভাগের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরা সেখানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সার্বিকভাবে সহায়তা দিচ্ছে। তারা লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের কাছে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দিচ্ছে।