এ ছুটে চলার শেষ কোথায়?
অভিবাসী, শরণার্থী বা উদ্বাস্তু—যে নামেই ডাকা হোক না কেন, সবার লক্ষ্য ও উদ্দেশ্য একই—যুদ্ধ, সহিংসতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ এড়ানো। একটু নিরাপদে বাঁচার আশায় অজানার উদ্দেশ্যে পা বাড়াচ্ছেন লাখ লাখ মানুষ। তাঁদের এ ছুটে চলার শেষ কোথায়, তা এখনো জানেন না অভিবাসনপ্রত্যাশী মানুষগুলো।
এই শরণার্থীদের অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত সিরীয়, সোমালীয় ও ইরাকি। তবে তাঁদের মধ্যে আছেন আফগানিরাও। যুদ্ধ ছাড়াও রক্ষশীলতার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতেই তাঁদের এই ছুটে চলা।
বিস্তারিত দেখুন ইশরাত জাহান স্টেলার ভিডিও প্রতিবেদনে :