টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ
টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের ওপর পুলিশি হামলা ও লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক বিড়ি শ্রমিক নেতাকর্মী অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদস্য মাহমুদুল প্রমুখ।
টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া বলেন, ‘আমরা প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর বৈষম্যমূলক কর প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করছিলাম। কিন্তু পুলিশ মানববন্ধনে আমাদের ওপর হামলা করেছে। নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। এ ছাড়া পুলিশ আমাদের হয়রানি করছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিড়ি শ্রমিকরা বলছে, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার সংবাদ পেয়ে প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বৈষম্যমূলক কর কমাতে স্মারকলিপি প্রদানের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে তারা। পরে পুলিশ তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে।