দুই দফায় বিদ্যুতের দাম কমল পাকিস্তানে
পাকিস্তানে কমছে বিদ্যুতের দাম। গতকাল শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘোষণা করেছেন, ইউনিটপ্রতি ২.১৯ রুপি বিদ্যুতের দাম কমানো হবে। রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে দেশটির শিল্প ও বণিক সমিতিগুলোর প্রধান এবং রফতানিকারকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণার দিয়েছেন তিনি। আগামী মাসগুলো থেকে বিদ্যুতের নতুন মূল্য কার্যকর হবে।
নওয়াজ বলেন, দাম কমানোর মাধ্যমে সরকার বিশ্বব্যাপী তেলের মূল্য কমার সুবিধাটি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। এ ছাড়া চলতি বছরের জুন-জুলাইয়ে বিদ্যুতের মূল্য আরো ২.১৪ রুপি কমেছিল দেশটিতে।
পাকিস্তানের বিদ্যুৎ বিতরণ সংস্থা কোয়েসকোর তথ্য অনুযায়ী সর্বশেষ দাম কমার ফলে বর্তমানে সাধারণ সংযোগে প্রতি ইউনিটের দাম হয়েছে ১৪.৭৭ রুপি। জানুয়ারিতে যা ছিল ১৯ রুপির বেশি।
প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, পাইপলাইনের মাধ্যমে তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রকল্পটি অনেকখানি এগিয়ে গেছে। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস প্রকল্পের মাধ্যমে এ আমদানি করা হবে। এ ছাড়া ওই বৈঠকে পাকিস্তান সরকার বিদেশি অনুদানের বিরোধী উল্লেখ করে পাকিস্তানে কর সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় চলমান সেনাবাহিনীর অভিযান নিয়েও কথা বলেছেন নওয়াজ শরিফ। পাকিস্তানের মানুষ এ অভিযানের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে বলে উল্লেখ করেন নওয়াজ।