বিলুপ্ত ১১১ ছিটমহলের অবকাঠামো নির্মাণে ১৭০ কোটি টাকা
লালমনিরহাটের বিলুপ্ত ৫৯টি ছিটমহলসহ দেশের ১১১টি বিলুপ্ত ছিটমহলে রাস্তা, ব্রিজ-কালভার্টসহ আর্থসামাজিক উন্নয়নে ১৭০ কোটি টাকার কাজ করা হবে। লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলগুলো পরিদর্শনে এসে এসব কথা বললেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
এর মধ্যে লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে। এর মধ্যে আছে রাস্তা, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ।
শনিবার বিকেল ৫টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সদ্য বিলুপ্ত বাঁশকাটা ১১৯ নম্বর ছিটমহল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান প্রকৌশলী এসব তথ্য জানান।
অনুন্নত বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়নে আরো বরাদ্দ প্রয়োজন হলে সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সুপারিশ করা হবে। চলতি বছরের ডিসেম্বরে বিলুপ্ত ছিটমহলগুলোর উন্নয়নকাজ শুরু করা হবে।
এ সময় এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী মশিউর রহমান (রংপুর অঞ্চল), আলী আশরাফ (প্রকল্প পরিচালক, বিলুপ্ত ছিটমহল), পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম নির্বাহী অফিসার নূর কুতুবুল, প্রকৌশলী শেখ আল আমিন খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।