শরণার্থীদের স্বাগত জানিয়ে ইউরোপজুড়ে পদযাত্রা
সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যাওয়া শরণার্থীদের স্বাগত জানিয়ে ইউরোপে বিভিন্ন শহরে পদযাত্রা ও মিছিল করেছে হাজার হাজার মানুষ। এ-সংক্রান্ত একটি ফেসুবক পেজ খোলা হয়েছে, যার নাম ‘আ ইউরোপিয়ান ডে অব অ্যাকশন ফর রিফিউজিস’। এতে বেশ কিছু কর্মসূচি উল্লেখ করা হয়েছে।
এ ধরনের একটি পদযাত্রা লন্ডনের কেন্দ্রস্থল থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাসভবন ডাউনিং স্ট্রিটের দিকে অগ্রসর হয়। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে আগামী পাঁচ বছরে ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেন ক্যামেরন।
মিছিল থেকে স্লোগান দেওয়া হয় : জোরে বল, স্পষ্ট করে, এখানে শরণার্থী স্বাগত। ব্রিটিশ রাজধানীর বিভিন্ন রাস্তায় হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেয়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘সিরিয়ায় বোমা ফেল না’, ‘শরণার্থীরা স্বাগত’ এবং ‘শরণার্থীদের সঙ্গে সংহতি’ ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড বহন করে।
এ ছাড়া ডেনমার্ক, অস্ট্রিয়া, রোমানিয়া থেকে শুরু করে গ্রিস, ফিনল্যান্ড ও ফ্রান্স পর্যন্ত বিক্ষোভ হয়েছে।
একটি ফেসবুক পেজে বলা হয়েছে, ‘নিরাপত্তা, আশা ও আরেকটা দিন বাঁচার সুযোগের জন্য ইউরোপে আসতে গিয়ে হাজারো মানুষকে আমরা মরতে দিতে পারি না।’
এতে আরো বলা হয়েছে, ‘আমাদের গণমাধ্যম ও রাজনীতিকরা এসব নারী-পুরুষ ও শিশুকে হুমকি ও বোঝা হিসেবে অপবাদ দিলে আমরা আর চুপ করে থাকতে পারি না।’
বিক্ষোভকারীরা ফেসবুকে লিখেছে, ‘আমরা আমাদের সরকারকে সীমান্ত বন্ধ এবং সীমান্ত বেড়া নির্মাণ করতে দেব না। ইউরোপের এ রকম হওয়া উচিত নয়।’
টুইটারে পুলিশ জানিয়েছে, ডেনমার্কের রাজধানীর কোপেনহেগেনে প্রায় ৩০ হাজার মানুষ রাস্তায় নামে।