পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের ইন্তেকাল
পিরোজপুরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকরাম হোসেন খান আর নেই। আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে পিরোজপুর সিও অফিস মোড়ে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে আকরাম হোসেন খান বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল থেকে বাসায় চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর পুরাতন ঈদগাহ মসজিদে তাঁর জানাজা হয়। পরে নাজিরপুর উপজেলার বুইকাকাঠি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।