কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী ২৭ সেপ্টেম্বর
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এ ছাড়া সেই সময়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে।
১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ডা. স্বপন কুমার বিশ্বাস (মোবাইল : ০১৭১৬১৪৫৬০০), সদস্য রেজাউল কবির রানু (মোবাইল : ০১৭৩৭৮২৮৮৯৪), শাহিনুর আলম অপু (মোবাইল : ০১৭১৮৪২৭৪২৭) এবং এম এ আউয়াল মিলনের (মোবাইল : ০১৮৫১৯৮৩২১৯) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।