মহিলা পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ
নরসিংদীতে মহিলা পরিষদের উদ্যোগে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে ওই স্কুলছাত্রীর বাড়ি গিয়ে প্রশাসন বিয়ে বন্ধ করে দেয়।
কিশোরী মনিরা আক্তার (১৪) ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী জনাব মোল্লার মেয়ে। সে শুকুন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আজ শুক্রবার মনিরার সঙ্গে একই গ্রামের শফিউদ্দিন মোল্লার ছেলে সৌদি আরবপ্রবাসী লতিফ মোল্লার বিয়ের দিন ছিল। সে অনুযায়ী মেয়ের বাড়িতে সব আয়োজনের ব্যবস্থা করা হয়।
জেলা মহিলা পরিষদের কাছে এ তথ্য এলে নেতারা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুরাইয়া বেগমকে বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসকের নির্দেশে বেলাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া পুলিশের সহায়তায় বাল্যবিবাহ বন্ধ করে দেন। নিজেদের ভুল বুঝতে পেরে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না- এমন অঙ্গীকার করেন কিশোরীর বাবা-মা।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের জেলা সহসভাপতি হাফেজা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য জয়শ্রী সাহাসহ অন্যান্য নারীনেত্রীরা।
হাফেজা বেগম বলেন, ‘বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের আরো সচেতন হতে হবে।’