পালমিরায় সিরিয়ার বিমান হামলায় নিহত ২৬
সিরিয়ার প্রাচীন নগরী পালমিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস ) ঘাঁটি লক্ষ্য সিরিয়ান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএসের ঘাঁটি লক্ষ্য করে সিরিয়ান বাহিনী ২৫ বার বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলোয় ১২ জঙ্গিসহ ২৬ জন নিহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, আইএসের ঘোষিত রাজধানী রাক্কায় সিরিয়ার বিমানবাহিনীর জেট বিমান লক্ষ্য করে হামলার একদিন পর এই বিমান হামলার ঘটনা ঘটল।
মানবাধিকার সংগঠনটির মুখপাত্র রামি আবদেল রহমান জানান, দুইদিন ধরে সিরিয়ান বাহিনী আইএসের দখলকৃত এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে।
গত মে মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা পালমিরা শহর দখল করে নেওয়ার পর থেকে আইএস সেখানকার দুটি মন্দির ও তিনটি সমাধিস্তম্ভ টাওয়ারসহ প্রাচীন নির্দশন ধ্বংস করেছে।
অন্যদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবেও বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠনটি জানিয়েছে। ইদলিব জিহাদি ও ইসলামি দলের জোট আর্মি অব কনকুয়েস্টের শক্ত ঘাঁটি।
সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গি দমনে সিরিয়া মিত্র দেশ রাশিয়ার দেওয়া নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে।